পৃথিবীর মানুষদেরকে রীতিমত নির্বোধ ভাবে এলিয়েনরা। এমনকি সবুজ ঘাসও এলিয়েনদের পছন্দের না। এ জন্যই তারা পৃথিবীতে আসতে চাইছে না বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানী আভি লোয়েব।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি স্টারকে আভি লোয়েব বলেন, মিল্কিওয়ে গ্যালাক্সিতে থাকা এলিয়েনদের কাছে সবুজ আকর্ষণীয় নয়। তারা কালো ঘাস চায়। এ জন্যই তারা পৃথিবীতে আসে না।
তিনি আরও বলেন, এটা হতে পারে যে এলিয়েনরা মনে করে বুদ্ধিগত দিক দিয়ে মানুষ তেমন আকর্ষণীয় নয় এজন্যও তারা হয়তো আমাদের কাছে আসেনা। এমনকি তারা মানুষের বুদ্ধি নিয়েও সন্তুষ্ট না এলিয়েনরা।