রাত ১১:২৯ রবিবার ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

হোম প্রযুক্তি ডায়াবেটিকসের মাত্রা জানিয়ে দেবে স্মার্ট ওয়াচ

ডায়াবেটিকসের মাত্রা জানিয়ে দেবে স্মার্ট ওয়াচ

লিখেছেন sayeed
Spread the love

গত কয়েক বছর ধরেই তর তর করে বাড়ছে স্মার্ট ওয়াচের জনপ্রিয়তা। স্মার্ট ওয়াচ ব্যবহারকারীর হাঁটার পদক্ষেপ, হার্ট রেট, তাপমাত্রাসহ তথ্য সংগ্রহও করে। স্মার্ট ওয়াচ হৃৎস্পন্দনে সব সময় নজর রাখে।

এই ‘স্মার্ট ওয়াচ’ পূরণ করছে প্রযুক্তিগত অনেক চাহিদা। এবার নাকি এটি দিয়ে ডায়াবেটিকসের মাত্রাও পরিমাপ করা যাবে। আমেরিকার গ্যাজেট নির্মাতা প্রতিষ্ঠান ফিটবিট তাদের অ্যাপের জন্য এমনই একটি নতুন ফিচার এনেছে।

ফিটবিট জানিয়েছে, ব্যবহারকারীরা যাতে সহজে নিজেদের রক্তে গ্লুকোজের পরিমাণ ট্র্যাক করতে পারেন, সে কারণেই নতুন ফিচারটি আনা হয়েছে। অ্যাপের সাহায্যে এ নিয়ে রিমাইন্ডারও দেয়া হবে।

জানা গেছে, অ্যাপটির বাড়তি সুবিধা পাবেন ফিটবিট প্রিমিয়াম সদস্যরা। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে রক্তে গ্লুকোজের মাত্রার ওঠা-নামা ও সম্পূর্ণ গতিবিধির বিষয়ে যাবতীয় আপডেট পেয়ে যাবেন তারা।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More