রাত ২:৫৫ শুক্রবার ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ৩রা জিলহজ, ১৪৪৬ হিজরি

হোম বিনোদন ইসলামের জন্য বলিউড ছাড়লেন আরো এক অভিনেত্রী

ইসলামের জন্য বলিউড ছাড়লেন আরো এক অভিনেত্রী

লিখেছেন adib jamal
Spread the love

এবার ধর্মীয় কারণে বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী সানা খান। শোবিজ ছেড়ে তিনি ইসলামের পথে এবং মানবতার কল্যাণে জীবন অতিবাহিত করতে চান।

এর আগে একই কারণে শোবিজ ত্যাগ করেছিলেন দঙ্গল সিনেমায় দুর্দান্ত অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে ওঠা কাশ্মীরী অভিনেত্রী জায়রা ওয়াসিম। এবার তার পথে হাঁটছেন সানা খান।

বলিউড সুপারস্টার সালমান খানের ‘জয় হো’ সিনেমার সহঅভিনেত্রী এবং ‘বিগ বস-৬’ প্রতিযোগী সানা খান।

এছাড়া ‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। ‘বিগ বস’র পাশাপাশি ‘খতরো কে খিলাড়ি’ রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছেন তিনি।

এছাড়া ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন সানা।

সানা সিনেমার পাশাপাশি হিন্দি টিভি সিরিয়াল ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন। ইনস্টাগ্রামে লম্বা একটি বিবৃতিতে ৩৩ বছর বয়সী এ অভিনেত্রী জানান, ইন্ডাস্ট্রি থেকে তিনি অনেক খ্যাতি, সম্মান ও অর্থ উপার্জন করেছেন। কিন্তু এটিই তার জীবনের লক্ষ্য নয়। তিনি এখন সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলবেন ও মানুষের সেবা করবেন।

সানা খান লিখেছেন, জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলছি। গত চার বছর ধরে আমি শোবিজ জগতে কাজ করছি এবং এই সময়ে অনেক খ্যাতি অর্জন করেছি। অর্থ উপার্জন করেছি এবং ভক্তদের কাছে সম্মান পেয়েছি; এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ।

কিন্তু গত কয়েকদিন ধরে আমার মনে হচ্ছে, অর্থ ও খ্যাতি পেতেই কি মানুষ পৃথিবীতে এসেছে? অসহায়দের পাশে দাঁড়ানো কি তার দায়িত্ব নয়? যে কোনো সময় মৃত্যু হতে পারে এই কথা চিন্তা করা কি উচিত নয়? আর যদি মৃত্যু হয় তাহলে কি হবে? আমি দীর্ঘদিন ধরে এই দুই প্রশ্নের উত্তর খুঁজছি।

বিশেষ করে দ্বিতীয়টির, মৃত্যুর পর কী হবে? যখন আমার ধর্মে এর উত্তর খুঁজেছি, বুঝতে পারলাম, পৃথিবীর এই জীবন প্রকৃতপক্ষে মৃত্যুর পরের জীবনের কল্যাণের জন্য। আর এটি তখনই কল্যাণময় হবে যখন সৃষ্টিকর্তার নির্দেশ মতো জীবনযাপন করব এবং অর্থ ও খ্যাতিকে মূল লক্ষ্যে পরিণত না করব।

সানা লেখেন, আমি ঘোষণা দিচ্ছি, আজ থেকে শোবিজের জীবনযাপনকে বিদায় জানাচ্ছি এবং মানুষের সেবা করব ও সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলব। আমার সকল ভাই-বোনদের অনুরোধ করব আমার জন্য প্রার্থনা করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করেন এবং আমার সংকল্প অনুযায়ী সৃষ্টিকর্তার নির্দেশ মেনে চলতে পারি। পাশাপাশি সকল ভাই-বোনকে অনুরোধ করব, শোবিজ নিয়ে আমার সঙ্গে আর আলোচনা করবেন না।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More