পদার্থ বিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন রজার পেনরোজ, রেনহার্ড গেনজেল, আন্দ্রিয়া গেজ। ব্ল্যাকহোলের গঠন ও ছায়াপথের কেন্দ্রে সুপারনম্যাসিভ ব্ল্যাকহোল আবিস্কারে অসামান্য অবদান রাখায় তাদের এই পুরস্কারে ভূষিত করল দ্য রয়েল সুইডিশ একাডেমি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গানিতিক পদার্থবিদ রজার পেনরোজ গানিতিক তত্ত্ব দ্বারা ব্ল্যাকহোলের গঠন বর্ণনা করেছেন। জার্মান পদার্থবিদ রেনহার্ড গেনজেন এবং আমেরিকান নাগরিক আন্দ্রিয়া গেজ আকাশগঙ্গার কেন্দ্রে সুপারম্যাসিজ ব্লাকহোলের সন্ধান পেয়েছেন।
এর আগে গত সোমবার ‘হেপাটাইটিস সি ভাইরাসের গুরুত্বপূর্ণ তথ্য আবিস্কারে জন্য’ হার্ভি জে অল্টার, মাইকেল হোগটন ও চার্লস এম রাইসকে যৌথভাবে নোবেলে ভূষিত করা হয়েছে।
নোবেলজয়ী এ তিন বিজ্ঞানী দুরারোগ্য হেপাটাইটিস সি ভাইরাস চিকিৎসায় অভিনব পদ্ধিত আবিস্কার করেছেন। যার ফলে দ্রুতই এই ভাইরাস শনাক্ত এবং নতুন ওষুধ আবিস্কার সম্ভব হয়েছে।