সকাল ১০:২৮ শনিবার ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ ৩রা জিলকদ, ১৪৪৫ হিজরি

হোম প্রযুক্তি বছরের প্রথম সুপারমুন মার্চে

বছরের প্রথম সুপারমুন মার্চে

লিখেছেন sayeed
Spread the love

‘চাঁদের হাসি বাঁধ ভেঙ্গেছে, উছলে পড়ে আলো’ এমনীকটি রাতের জন্য অনেকেই অপেক্ষা করেন। চলতি বছরে এখনও সুপারমুনের দেখা মেলেনি। তবে মহাজাগতিক নিয়ম মেনে ২৮ মার্চ আবারো চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে।

মার্চের শেষে মহাজাগতিক নিয়ম মেনে চাঁদ চলে আসবে পৃথিবীর খুব কাছাকাছি। এটিই হবে ২০২১ সালের প্রথম সুপারমুন। এদিন চাঁদকে দেখা যাবে তার স্বাভাবিক আকৃতি থেকে কয়েকগুণ বড়।

বিজ্ঞানীরা বলছেন, এদিন প্রায় ১৪ শতাংশ বড় দেখাবে চাঁদকে।উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবী থেকে চাঁদের এই নিকটতম অবস্থানকে অনুভূ বা পেরিজি বলা হয়। এসময় চাঁদ পৃথিবী থেকে ৩ লাখ ৫৬ হাজার কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করবে।

পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব ৩ লাখ ৮৪ হাজার ৪০২ কিলোমিটার। সুপার মুনের ঔজ্জল্য থাকবে স্বাভাবিকের চেয়ে ১২ দশমিক ৫ ভাগ থেকে ১৪ দশমিক ১ ভাগ বেশি।

চাঁদের এই অপরূপ সৌন্দর্য উপভোগের জন্য পৃথিবীবাসী যেমন প্রহর গুনছেন, তেমনি রয়েছে ‘সুপারমুন’ আতংকও। চাঁদ পৃথিবীর কাছে আসলে প্রতিবারই পৃথিবীতে কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। প্রবল জোয়ারের টানে অনেক সময় ডুবে যায় জাহাজ।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More