আগামী নির্বাচনে হেরে গেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশ ছেড়ে চলে যেতে হতে পারে। জর্জিয়ার ম্যাকোন শহরে এক নির্বাচনী সমাবেশে বিভিন্ন বিষয় নিয়ে বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমি হেরে গেলে কি হবে আপনারা কল্পনা করতে পারেন? হেরে গেলে আমার ভাল লাগবে না। আমাকে হয়ত দেশ ছেড়েই চলে যেতে হবে। আমি জানি না। সারা জীবন আমি কী করব?
ট্রাম্প বলেন, রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর কাছে হেরে যাওয়াটা আমি কীভাবে বয়ে বেড়াব? এ নিয়ে ভাল বোধ করব না। জানি না, হয়ত আমাকে দেশই ছেড়ে যেতে হবে।
এর মধ্যে ট্রাম্প তার করোনাভাইরাস ধরা পড়ায় বিরোধীদের খুশী হওয়ার মতো বিষয় নিয়ে অভিযোগ করা ছাড়াও তার বিরুদ্ধে লেগে থাকা গণমাধ্যম, প্রযুক্তি কোম্পানি এবং অত্যাবশ্যকীয়ভাবেই ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন ও তার পরিবারকে নিয়ে বলতে ছাড়েননি।
বাইডেনের প্রচারাভিযানে সামজিক দূরত্ব এবং মাস্ক পরার বিধি নিয়েও ট্রাম্প আবারও ঠাট্টা করেছেন।
এসব নিয়ে কথা বলতে গিয়েই এক পর্যায়ে ট্রাম্প বলেন, আমার হাসি-ঠাট্টা করা উচিত না। কেন জানেন? রাজনীতির ইতিহাসে সবচেয়ে খারাপ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী দৌড়ে থেকে আমার ওপর চাপ যাচ্ছে।