রাত ১:৫৮ শুক্রবার ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ৩রা জিলহজ, ১৪৪৬ হিজরি

হোম অন্যান্য গোনাহ মাফে উম্মতকে যে দোয়া শিখিয়েছেন বিশ্বনবি

গোনাহ মাফে উম্মতকে যে দোয়া শিখিয়েছেন বিশ্বনবি

লিখেছেন sayeed
Spread the love

মহান আল্লাহ তায়ালার কাছে পাপ থেকে ক্ষমা লাভে সব সময় গোনাহ মাফের আমল করতেন নবি করীম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কীভাবে ক্ষমা চাইতে হবে, সেটিও তিনি তাঁর উম্মতকে শুনিয়েছেনে এবং শিখিয়েছেন।

দুনিয়ার মানুষ প্রতিনিয়ত গোনাহের কাজে জর্জরিত। অহরহ কত শত পাপ করে চলেছেন সবাই। ইচ্ছা কিংবা অনিচ্ছায় এসব পাপ কাজে জড়াচ্ছে মানুষ। সব পাপ থেকে ক্ষমা লাভে বিশ্বনবি যে প্রার্থনা করতেন এবং দোয়া পড়তেন; তাহলো-

اللَّهُمَّ بَرِّدْ قَلْبِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اللَّهُمَّ نَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা বাররিদ ক্বালবি বিছছালঝি ওয়াল বারাদি ওয়াল মায়ি, আল্লাহুম্মা নাক্কি ক্বালবি মিনাল খাত্বাইয়া কামা নাক্কাইতাছ ছাওবাল আবয়িদা মিনাদ দানাসি ‘ (মুসলিম, তিরমিজি)

অর্থ : হে আল্লাহ! তুমি আমার মনকে বরফ, শিশির ও ঠান্ডা পানি দিয়ে শীতল করে দাও। হে আল্লাহ! আমার মনকে এমনভাবে পাপ থেকে পরিষ্কার করে দাও, যেমনটি তুমি সাদা কাপড়কে ময়লা থেকে পরিষ্কার কর।’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো সুন্দর এ দোয়াটি সব সময় পড়ার মাধ্যমে গোনাহমুক্ত জীবন লাভ করার তাওফিক দান করুন।আমিন।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More