মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাসজনিত রোগের চিকিৎসা সম্পন্ন হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন ‘স্থিতিশীল রয়েছে’। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসকের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক শন কনলি বলেন, ট্রাম্পকে দেওয়া ওষুধ-পথ্য ‘দারুণ কাজ করেছে’। ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ‘অসুখ বাড়ার’ কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমি সম্পূর্ণ আশাবাদী যে প্রেসিডেন্ট (আগামীকাল) শনিবার থেকে সংগনিরোধ থেকে বাইরে বেরোতে পারবেন।
এর আগে ড. কনলি বলেছিলেন, চলতি সপ্তাহান্ত থেকে আগামী সোমবারের মধ্যে যদি ট্রাম্পের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকে বা ভালোর দিকে যায়, তাহলে ‘আমরা পুরোপুরি স্বস্তির নিশ্বাস ফেলতে পারব’।
উল্লেখ্য, শুক্রবার (২ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিস্কের শরীরে করোনা ধরা পড়ার পর মেলেনিয়া এবং ট্রাম্পের করোনা পজিটিভ আসে।