মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেই তথ্য গোপন রাখা হয়েছিল। তাছাড়া আক্রান্ত হওয়ার পরও তিনি একটি টেলিভিশন শোতে উপস্থিত হন বলেও খবর প্রকাশিত হয়েছে।
দেশটির প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এর খবর অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ফক্স নিউজের একটি শোতে উপস্থিত হওয়ার আগে হোয়াইট হাউসের করোনা টেস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, র্যাপিড টেস্টে সংক্রমণ শনাক্ত হওয়ার পরও ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের সিন হ্যানিটি শোতে উপস্থিত হন। তখন তিনি পিসিআর মেশিনের ফলাফলের অপেক্ষা করছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে নানা বিভ্রান্তি দেখা দিয়েছে। তিনি আসলে কেমন আছেন, তা নিয়ে সুনিশ্চিত ও সুনির্দিষ্ট কোনও তথ্যই পাওয়া যাচ্ছে না। হোয়াইট হাউজও স্পষ্ট করে কিছু বলছে না।
যদিও শনিবার (৩ অক্টোবর) ট্রাম্প নিজেই এক টুইটার বার্তায় জানিয়েছেন, তিনি হাসপাতালে আসার সময় অসুস্থ বোধ করলেও এখন ভালো আছেন। হোয়াইট হাউজের চিকিৎসকরাও একই দাবি করেছেন।
তবে, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মিডোস বলেছেন ভিন্ন কথা। তাকে উদ্ধৃত করে প্রভাবশালী নিউইয়র্ক টাইমস জানিয়েছে, শুক্রবার কঠিন সময় পার করেছেন ট্রাম্প। সামনের ৪৮ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ এবং তিনি ঝুঁকিমুক্ত নন।
ট্রাম্পের প্রধান চিকিৎসক ডা. শন কনলি অবশ্য স্বীকার করেছেন প্রেসিডেন্ট শঙ্কামুক্ত নন। তবে তিনিসহ অন্য চিকিৎসকরা যেসব বক্তব্য দিয়েছেন তাতে ট্রাম্পের স্বাস্থ্যের অবস্থা নিয়ে স্পষ্ট কোনও উত্তর ছিল না।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন ট্রাম্প তার সমর্থকদের চমক দিয়েছেন। তার অসুস্থতার কথা শুনে যেসব কর্মী-সমর্থক হাসপাতালের সামনে জড়ো হয়েছিলেন তিনি কিছুক্ষণের জন্য হাসপাতাল ছেড়ে গাড়িবহর নিয়ে তাদের দেখা দিয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় সকালে স্ত্রী মেলানিয়াসহ নিজের করোনা আক্রান্তের খবর টুইট করে জানান ট্রাম্প। ওইদিন থেকে এ পর্যন্ত হোয়াইট হাউসে ট্রাম্প ঘনিষ্ঠ অনেকেই আক্রান্ত হয়েছেন।