ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বেগের কথা স্বীকার করলেন ইসরাইলের শীর্ষস্থানীয় ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিশেষজ্ঞ ইউযি রবিন। তাকে ইসরাইলের ক্ষেপণাস্ত্র শিল্পের জনক বলা হয়।
রবিন বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ইসরাইলের জন্য বড় ধরণের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেছেন, ইরানের অ্যারোস্পেস বিভাগ সামরিক ও বেসামরিক ক্ষেত্রে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। ২০২০ সালে এ ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার কথা স্বীকার করে ইউযি রবিন বলেন, ইরানের আইআরজিসি এ সংক্রান্ত বিভিন্ন গবেষণা কেন্দ্র তৈরি করে দ্রুতগতিতে সেগুলোর উন্নয়ন ঘটাচ্ছে।
এর আগে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ইরানি ক্ষেপণাস্ত্রের ব্যাপক উন্নতির বিষয়টি এক প্রকার মেনে নিয়েছে। তারা বিশ্ব সম্প্রদায়কে এর বিরুদ্ধে সোচ্চার করতে চাইছে।
এরিমধ্যে ইরান বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিভিন্ন ধরণের স্যাটেলাইট নির্মাণ করে মহাকাশে পাঠিয়েছে।
সূত্র: পার্সটুডে।