রাত ৮:১৩ বুধবার ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ১লা জিলহজ, ১৪৪৬ হিজরি

হোম অন্যান্য বিশ্বের ৭ ধর্মহীন দেশ, সৃষ্টিকর্তা নিয়ে যা ভাবেন তারা

বিশ্বের ৭ ধর্মহীন দেশ, সৃষ্টিকর্তা নিয়ে যা ভাবেন তারা

লিখেছেন sabbri sami
বিশ্বের ৭ ধর্মহীন দেশ
Spread the love

বিশ্বজুড়ে মানুষ তার জন্ম বা জীবন প্রক্রিয়া নিয়ে ভাবে। আর বিশ্বাস করে কিছু অদৃশ্য বিষয়ে। ধর্ম ও সৃষ্টিকর্তা এমন একটি বিষয়। তবে স্রষ্টা ও ধর্ম নিয়েও মানুষের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন বিশ্বাস ও আচার অনু্ষ্ঠান। আজ আমরা জানার চেষ্টা করবো বিশ্বে সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না এমন মানুষের সংখ্যা কোন কোন দেশে বেশি, তাদের ভাবনাটাইবা কি?

বিশ্বের ৭ নাস্তিক দেশ

চীন: বর্তমানে শুধু এশিয়া নয়, বিশ্বের অন্যতম পরাশক্তি চীনের শতকরা ৯০ ভাগ মানুষই নাস্তিক। অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি নাস্তিকের বাস চীনে। এদিকে, ৬৫টি দেশের ওপর চালানো এক জরিপে ‘গ্যালাপ ইন্টারন্যাশনাল’-নামে একটি প্রতিষ্ঠান জরিপ অনুযায়ী, বিশ্বের সবথেকে জনবহুল দেশ চীন বিশ্বের সবচেয়ে বড় নাস্তিকের দেশ৷ তথ্যমতে, চীনের মোট জনসংখ্যার ৬১ ভাগ মানুষ সৃষ্টিকর্তার অস্তিত্বকে একেবারে সরাসরি অস্বীকার করেন, আর বাকি ২৯ ভাগ এ বিষয়ে সরাসরি কোন অবস্থান না নিলেও জন্মগতভাবে প্রাপ্ত নিজেদের ধর্মে তারা বিশ্বাসী নন৷

সুইডেন: স্ক্যান্ডিনেভিয়ান উন্নত দেশ সুইডেনে ৭৬ শতাংশ মানুষ নাস্তিক। সেদেশের সরকারি হিসেব অনুযায়ী মাত্র শতকরা ৮ ভাগ মানুষ ধর্মীয় উপাসনালয়ে যাতায়াত করেন, সেখানে ধর্ম চর্চা করেন। তবে গ্যালাপ-এর জরিপ অনুযায়ী, দেশটির মোট জনসংখ্যার শতকরা ৭৬ ভাগ মানুষ সৃষ্টিকর্তা আছেন এ বিশ্বাস করেন না বা এ বিষয়টি নিয়ে ভাববার কোন প্রয়োজন তারা অনুভব করে না।

চেক প্রজাতন্ত্র: এ দেশটিতেও নাস্তিকের সংখ্যাও খুব বেশি। জরিপ বলছে দেশটির ৭৫ ভাগ মানুষই নাস্তিক। তবে দেশটির মোট জনসংখ্যার ৩০ ভাগ মানুষ নিজেদের সরাসরি নিজেদের নাস্তিক বলে দাবি করেন৷ তবে বেশিরভাগ মানুষই ধর্মে বিশ্বাস করেন কি করেন না এ বিষয় সম্পর্কে মুখ খুলতেই জারি নন। আর ১২ শতাংশ মানুষ জানিয়েছেন তারা উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করেন। গ্যালাপ-এর জরিপ জানাচ্ছে, সাবেক সমাজতান্ত্রিক দেশটিতে এক হিসেবে শতকরা ৭৫ ভাগ মানুষই নাস্তিক, কেননা তাঁরা ধর্ম বা সৃষ্টিকর্তার গুরুত্ব স্বীকার করেন না৷

ব্রিটেন: ব্রিটেনের ৬৬ শতাংশ মানুষের মধ্যে কোন ধরনের ধর্মবিশ্বাস নেই বলে তথ্য রয়েছে। জরিপে অংশ নেয়া ব্রিটেনের শতকরা ৫৩ ভাগ মানুষ বলেছেন, তাদের কোনো ধর্মবিশ্বাস নেই৷ আর ১৩ ভাগ সরাসরি দাবি করেছেন তারা নাস্তিক।

হংকং: বিশ্বের নাস্তিক বহুল দেশের তালিকায় রয়েছে হংকংয়ের নামও। এ দেশটির ৬২ ভাগ মানুষ নাস্তিক এমন তথ্য উঠে এসেছে জরিপে। বিশ্বের ৬৫টি দেশের ৬৪ হাজার মানুষের মাঝে এই জরিপ চালিয়েছে গ্যালাপ। হংকংয়ের মানুষদের সম্পর্কে এই জরিপ থেকে৷ দেখা গেছে, হংকংয়ের শতকরা ৪৩ ভাগ মানুষ সরাসরি নাস্তিক, তারা ধর্ম বা সৃষ্টিকর্তায় বিশ্বাসী নয়৷ বাকি ৫৭ ভাগের মধ্যে ১৯ ভাগকেও আস্তিক হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরতে দেখা যায়নি।

জাপান: এশিয়ার উন্নত এ দেশটিতে শতকরা ৬২ ভাগ মানুষ নাস্তিক। এই ৬২ ভাগ মানুষের মধ্যে প্রত্যক্ষ নাস্তিক শতকরা ৩১ ভাগ। আর বাকি ৩১ ভাগ সরাসরি নিজেদের নাস্তিক দাবী না করলেও সৃষ্টিকর্তার অস্তিত্ব বা থাকা না থাকা বা ধর্মীয় উপাসনা এসব বিষয় নিয়ে ভাবেন না বা এ বিষয়গুলোকে জীবনের অংশ বলেও মনে করেন না।

জার্মানি: জার্মানদের মধ্যে ৫৯ ভাগ মানুষকে নাস্তিক হিসেবে উল্লেখ করেছে গ্যালাপ। দেশটির এই বিপুল সংখ্যক মানুষ ধর্ম বিষয়ে উদাসীন বা ধর্ম বিশ্বাসের বিরোধী। বিশ্বের এই উন্নত দেশটিতেও ব্যাপকভাবে নাস্তিকরাই সংখ্যাগুরু।

এছাড়া, ইউরোপের অন্যান্য দেশ, স্পেন, অস্ট্রিয়া এবং ফ্রান্সের নাগরিকদেরও বড় একটা অংশই নাস্তিক৷ তবে বিশ্বের নাস্তিক সংখ্যাগুরু দেশগুলোতে আস্তিকদের ধর্মচর্চায় বিষয়ে বিশেষ কোন বাধার মুখোমুখি হতে হয় এমন তথ্য খুব একটা নেই।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More