আব্দুর রহিম (ঝিনাইদহ প্রতিনিধি)
ঝিনাইদহের মহেশপুরে ২৪ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে দত্তনগর বাজারস্ত পুলিশ ক্যাম্প মোড়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন জীবননগর উপজেলার বাঁকা গ্রামের শরিফুল মালিতার ছেলে মোঃ আলফাজ উদ্দীন (২৪) ও একই উপজেলার নতুনপাড়া গ্রামের মৃতঃ রেজওয়ানুল হকের ছেলে হাসানুজ্জামান (৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার দত্তনগরের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ এসআই রাজু আহম্মেদ ও টু আইসি এ এসআই ফিরোজ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে ফেন্সিডিল ও একটি ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলসহ তাদেরকে আটক করে।