গোয়ায় স্বামী শহিদ কাপুরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন মীরা। সেখানে গিয়ে একের পর এক ছবি পোস্ট করেই চলেছেন। এমনকি ভিডিও-ও আপলোড করেছেন। এবার বিকিনি পরা ছবি দিয়ে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন শহিদ-ঘরণী।
সুইমিং পুলের পাশে নিজের এই ছবিটি পোস্ট করেছেন মীরা। বিকিনির উপরে পরেছেন পাতলা জ্যাকেট। বিকিনিতে মীরার সৌন্দর্যের প্রশংসা অনেকেই করেছেন। তবে দামের বহরে আবার অনেকেরই চোখ কপালে ওঠার উপক্রম হয়েছে।
বিকিনি নিয়ে নিজের মতামতও ক্যাপশনে জানিয়েছেন শাহিদপত্নী। লিখেছেন, বিকিনি বডি অ্যাভোকাডোর মতো হয়। সারাজীবন ধরে আপনি এটি পরার অপেক্ষায় থাকেন আর মাত্র একদিনেই তা ভেস্তে যেতে পারে।
তবে দুই সন্তানের মা হয়েও মীরার ‘বিকিনি বডি’ অক্ষুণ্ণ রয়েছে বলেই মত নেটিজেনদের। তার নমুনা তারকাপত্নীর আগের পোস্টেও পাওয়া গিয়েছে।
ইনস্টাগ্রামে ২৫ লক্ষ ফলোয়ার রয়েছে মিরার। তাদের কখনওই নিরাশ করেন না মীরা। জীবনের প্রতিটা মুহূর্ত ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। শাহিদের সঙ্গে ছবি তো পোস্ট করেনই, নিজেও স্টাইলিশ লুকে ধরা দেন ক্যামেরার সামনে।