সকাল ১০:৩১ সোমবার ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে জিলকদ, ১৪৪৬ হিজরি

হোম দেশ নড়াইল মনিকা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্র প্রদর্শনী

নড়াইল মনিকা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্র প্রদর্শনী

লিখেছেন admin
Spread the love

শিশু-কিশোরদের শিল্পচর্চা ও শিক্ষামূলক প্রতিষ্ঠান মনিকা একাডেমি নড়াইলের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী ‘মনিকা উৎসব’-এর সমাপনী দিনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুন) সকালে শহরের ডিজিটাল কম্পিউটার একাডেমি হল রুমে এই অনুষ্ঠান হয়।

মনিকা একাডেমির প্রতিষ্ঠাতা-পরিচালক মো. সবুজ সুলতানের সভাপতিত্বে ও একাডেমির সহঃ প্রশিক্ষক মৌমিতা মৌয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মোঃ মুরাদ হোসেন, এল.এস.জে.এন ইউনিয়ন ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ.ন.ম মাজহারুল হক, বঙ্গবন্ধু তরুণ লেখক পরিষদের মহাসচিব ও মনিকা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক কবি আশামণি, পি.বি.এম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মনিকা একাডেমির উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক ও একাডেমির উপদেষ্টা মোঃ উজির আলী, ডিজিটাল কম্পিউটার সিটি এন্ড একাডেমির পরিচালক আবু সালেহ মোঃ সজল এবং উদীয়মান লেখিকা রাবেয়া বসরী তন্দ্রা।

এ সময় আরও উপস্থিত ছিলেন এস.এম. সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থী শিপুল বিশ্বাস সিদু, মোহিত বিশ্বাস, পারিজাত ব্যানার্জী প্রমুখ।

আলোচনা সভা শেষে শুরু শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে শুরু হয় ৫ দিনব্যাপী শিল্প ও সাহিত্যের দেয়ালিকা মনিকার আলোর প্রদর্শনী। দেয়ালিকায় স্থান পায় মনিকা একাডেমির শিক্ষার্থীদের আঁকা ছবি ও সাহিত্য মনিকার সদস্যদের স্বরচিত বেশ কবিতা।

মনিকা উৎসবের সমাপনী দিনে দেয়ালিকায় অংশগ্রহণকারী সকলকে অভিনন্দনপত্র ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

মনিকা একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক সবুজ সুলতান জানান, মনিকা একাডেমি নড়াইল জেলায় শিশুদের শিল্পচর্চায় উৎসাহী করার পাশাপাশি শিল্প-সাহিত্য, শিক্ষা, ক্রীড়াঙ্গন ও সমাজসেবায় কাজ করে যাচ্ছে।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More