বিশ্বকাপের জটিল সমীকরণ নিয়ে ওমানের মুখোমুখি হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত সাকিব ও মোস্তাফিজের অসাধারণ বোলিংয়ে ২৬ রানে জয় পায় বাংলাদেশ। এতে বিশ্বকাপে টিকে থাকলো টাইগাররা।
বাংলাদেশের দেওয়া টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় ওমানের দুই ওপেনার। তবে কাটার মাস্টার মোস্তাফিজের বোলিংয়ে ম্যাচে ফিরে সাকিব বাহিনী। দুই ওপেনার আকিব ইলিয়াস ও ক্যসপ প্রজাপতিকে আউট করেন দ্য ফিজ।
এরপর ওমানের দলীয় অধিনায়ককে সাথে নিয়ে ভয়ঙ্কর হয়ে উঠেন জাতিন্দর সিং। তবে ১২ তম ওভারে মেহেদীকে মারতে গিয়ে আউট হন দলপতি জিশান মাকসুদ। তার ব্যাট থেকে আসে ১৬ বলে ১২ রান।
এরপর সাকিবের ঝলক শুরু হয়। ফেরান ভয়ঙ্কর জাতিন্দর সিংকে। তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ৪০। এরপর ম্যাচে ফিরতে পারেনি মধ্যপ্রাচ্যের দেশ ওমান।
এর আগে টসে জয় লাভ করে ১৫৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এদিনও ব্যর্থ লিটন দাস। তিন নম্বরে এসে আউট হয়ে দলকে বিপদে ফেলেন মেহেদী হাসান। আর চাপে পড়ে টাইগাররা। তবে ব্যতিক্রম ছিলেন সাকিব-নাঈম শেখ।
ওমানের বোলিং সামলে এগিয়ে নেন দলীয় স্কোরকে। গড়েন অর্ধশত রানের পার্টনারশিপ। অর্ধশত রানের দিকে ছুটতে থাকা সাকিব ফিরে গেছেন দুর্ভাগ্যজনকভাবে রান আউটে। ২৯ বলে ৪২ রান করেন বিশ্বসেরা অলরাউন্ডার।
এর মধ্যে ফিফটি পান ওপেনার নাঈম শেখ। তার ব্যাট থেকে আসে ৫১ বলে ৬৪ রান। সাকিবের পর নেমে নুরুল হাসানও দ্রুত আউট হয়ে যান। ভালো হয়নি আফিফ হোসেনেরও। শেষে ব্যাটিং ব্যর্থতা বড় স্কোর হয়নি বাংলাদেশের।