লেবাননে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঞ্জু বেগম নামে এক বাংলাদেশি নারীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে রফিক আল হারিরি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের হিমঘরে আছে।
জানা গেছে, মঞ্জু বেগম ১০ বছর আগে গৃহকর্মীর ভিসায় লেবানন আসেন। করোনায় আক্রান্ত হলে গত তিন সপ্তাহ আগে তাকে রফিক আল হারিরি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার ভোরে তিনি মারা যান।
জানা গেছে, মঞ্জু বেগমের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া গ্রামের মজনু মণ্ডনের মেয়ে।