রাত ২:১০ শুক্রবার ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ৩রা জিলহজ, ১৪৪৬ হিজরি

হোম দেশ ১ কোটি ৮৮ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে মহেশপুর ব্যাটালিয়ন (ভিডিও)

১ কোটি ৮৮ লক্ষ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে মহেশপুর ব্যাটালিয়ন (ভিডিও)

লিখেছেন kajol khan
zinaidoh_durantobd
Spread the love

আব্দুর রহিম: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের খালিশপুরে (২৪ জানুয়ারি) সকালে ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদর দপ্তরে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে বিভিন্ন সময় অবৈধভাবে চোরাচালানকালে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এসময় অনুষ্ঠিত মাদক বিরোধী আলোচনা সভায় যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার জাকির হোসেন, কুষ্টিয়া সেক্টর কমান্ডার জিয়া সাদাত খান, ৫৮ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল কামরুল আহসান, ঝিনাইদহ চুয়াডাঙ্গা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ এবং বিজিবি সদস্য-গন উপস্থিত ছিলেন।

পরে গত ১ নভেম্বর ২০১৯ হতে ৩০ সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত উদ্ধার হওয়া প্রায় ৩২ হাজার বোতল ফেন্সিডিল, ১০৭ বোতল ভারতীয় ডায়ালেক্স ডিসি সিরাপ, প্রায় ৪ হাজার বোতল ভারতীয় মদ, প্রায় ১৫৬ কেজি গাঁজা এবং ১ হাজার ১৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮৮ লক্ষ টাকা।

https://www.facebook.com/durantobd/videos/460751778416084

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More