ছোটপর্দায় তুমুল জনপ্রিয় জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী জুটি। তাদের নাটক ‘বড় ছেলে’ ইউটিউবে ভিউয়ের দিক দিয়ে রেকর্ড গড়ার পাশাপাশি দর্শকমহলে হইচই ফেলে দিয়েছিলো। এবার রেকর্ড গড়ল এই জুটির আরেকটি নাটক।
এখন নাটক দেখার অন্যতম মাধ্যম ইউটিউব। এই প্লাটফর্মে সাফল্য-ব্যর্থতার ওরপই ভিত্তি করেই অনেকাংশে বিবেচনা করা হয় ওই নাটকের সফলতা-ব্যর্থতা।
সেই মাপকাঠিতে এবার রেকর্ড গড়ল সিএমভি প্রযোজিত নাটক ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’।
নাটকটি ইউটিউবে অবমুক্ত করা হয় চলতি বছরের ৬ আগস্ট। ১৮ অক্টোবর পর্যন্ত সেটি এক কোটি ভিউ অতিক্রম করে। মাত্র ৭৩ দিনেই এই মাইলফলক স্পর্শ করে ‘মিস্টার অ্যান্ড মিস চাপাবাজ’।
বাংলাদেশি নাটকের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সময়ে এই বিস্ময়কর ভিউ গড়ল নাটকটি।
রাজীব আহমেদের চিত্রনাট্য ও রুবেল হাসানের পরিচালনায় এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব এবং মেহজাবীন।
দ্রুততম ১০ মিলিয়ন ভিউয়ের মাইলফলক ছোটা নাটকটিও এই জুটির। ২০১৭ সালে নির্মিত মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকটি মাত্র ৩৪ দিনে এক কোটি ভিউ অতিক্রম করে।