রাত ২:০৫ বুধবার ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ১লা জিলহজ, ১৪৪৬ হিজরি

হোম খেলা জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

লিখেছেন dipok dip
Spread the love

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিয়মিত ও অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড়কে এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে। তাদের পরিবর্তে তরুণদের সুযোগ দেয়া হয়েছে।

জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে তরুণদের বাজিয়ে দেখতে চায় পিসিবি। ঘোষিত ২২ সদস্যের স্কোয়াড থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল বেছে নেওয়া হবে।

প্রথমবারের মতো ডাক পেয়েছেন প্রথম শ্রেণি ও টি-টোয়েন্টি অভিষেকে সেঞ্চুরি করা তরুণ আবদুল্লাহ শফিক। ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেও সেঞ্চুরি হাঁকান।

পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। রাওয়ালপিন্ডিতে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৩০ অক্টোবর এবং ১ ও ৩ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজ হবে লাহোরে। ম্যাচগুলো হবে ৭, ৮ ও ১০ নভেম্বর।

এই সফর উপলক্ষে এবার জিম্বাবুয়েকে কোনো টাকা-পয়সা উপহার হিসেবে দিচ্ছে না পিসিবি।

পাকিস্তান দল: বাবর আজম, হায়দার আলি, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, হারিস সোহেল, ফাহিম আশরাফ, ইমাদ ওয়াসিম, রোহাইল নাজির, শাদাব খান, আবিদ আলি, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, খুশদিল শাহ, মোহাম্মদ রিজওয়ান, ইফতিখার আহমেদ, হারিস রউফ, মুসা খান, ওয়াহাব রিয়াজ, উসমান কাদের,শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ হাসানাইন এবং জাফর গোহার।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More