ক্রিকেটার হতে ইচ্ছুকদের ব্যাটিং-বোলিংয়ের ভিডিও দেখে প্রাথমিক বাছাই করা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জেলা ও বিভাগীয় পর্যায় থেকে বয়স ভিত্তিক ক্রিকেটারদের বাছাই শুরু করেছে।
বয়স ভিত্তিক তিনটি দলের জন্য (অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৮) ক্রিকেটার বাছাই করবে বোর্ড। মূলত দেশজুড়ে চলমান করোনা সংক্রমণের কারণেই এমনটা করা হয়েছে।
‘ভিডিও দেখে প্রাথমিকভাবে নির্বাচিতদের ডাকা হবে সরাসরি ট্রায়ালে।
ভিডিও পাঠাও, নিজেকে চেনাও। একদিন তুমিও হতে পারো বিশ্ব চ্যাম্পিয়ন’- এভাবেই বয়সভিত্তিক ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। কীভাবে কোথায় ভিডিও পাঠাতে হবে এ জন্য নির্দেশাও দিয়েছে বিসিবি।
যারা ব্যাটসম্যান তাদের ভিডিও করতে হবে বোলিং অ্যান্ড থেকে। ব্যাটসম্যানদের জন্য এভাবেই ভিডিও করলে হবে। পেসারদের জন্য তিনটি অ্যাঙ্গেল থেকে ভিডিও করতে হবে। প্রথম স্ট্রেইট- যেটা বোলারের পেছন থেকে, দ্বিতীয়ত বোলারের পাশ থেকে, তৃতীয়ত বোলারের সামনে থেকে।
স্পিন বোলারদের ক্ষেত্রেও পেস বোলারদের মতো ভিডিও করতে হবে। উইকেটরক্ষকের জন্য ভিডিও করতে হবে বোলিং অ্যান্ড থেকে।
ভিডিওকালীন পোশাক হতে হবে সাদা টি-শার্ট ও ট্রাউজার। প্র্যাকটিস নেট ও উইকেট হতে হবে টার্ফ, কংক্রিট ও সিমেন্টের মধ্যে যে কোনো একটি। লাল রংয়ের ক্রিকেট বল হতে হবে, থাকতে হবে ক্রিকেট ব্যাট, প্যাড, গ্লাভস, হেলমেট, গার্ড ও ক্রিকেট সু/বুট জুতা।
একজন ব্যাটসম্যান সর্বোচ্চ দুজন বোলারের বিপক্ষে ব্যাটিং করবে। বোলার চাইলে ব্যাটসম্যান ছাড়াও বোলিং করতে পারবে। ভিডিও ধারণের জন্য একজনের সহোযোগিতা নেওয়া যাবে।
জেলার অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৮ অথবা ঢাকা মেট্রো দলে খেলতে চাইলে ভিডিও করে পাঠিয়ে দিতে হবে জেলা ও বিভাগীয় ক্রিকেট কোচের হোয়াটস অ্যাপ নাম্বার অথবা ইমেইল অ্যাকাউন্টে।
বয়সভিত্তিক ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে কথা বলেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।