এবার করোনা বিষয়ে আরও একটি খবর জানালেন গবেষকরা। মোবাইল ফোনের স্ক্রিন কিংবা স্টেইনলেস স্টিলে ২৮ দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে করোনা ভাইরাস।
সোমবার ভাইরোলজি জার্নালে প্রকাশিত এক গবেষণায় এ দাবি করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। ফলে করোনা ঠেকাতে বার বার হাত ধোয়া এবং মুখে হাত না দেয়ার ওপর জোর দিচ্ছেন বিজ্ঞানীরা।
করোনায় আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশিতে ছড়ানো ড্রপলেট বাতাসে অনেকক্ষণ ভেসে থাকতে পারে বলে এর আগে সতর্ক করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া প্লাস্টিক বা ধাতুতে ড্রপলেট পড়ার পর তা থেকেও সংক্রমণ ছড়াতে পারে বলে জানায় মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা সিডিসি।
এবার অস্ট্রেলিয়ার জাতীয় গবেষণা সংস্থা কমনওয়েলথ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন- সিএসআইআরও গবেষকরা দাবি করেছেন, কাগজের টাকা, মোবাইল ফোনের স্ক্রিন এবং প্লাস্টিক ও স্টেইনলেস স্টিলে ২৮ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস।
পরীক্ষাগারে অন্ধকারে এবং ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিভিন্ন পৃষ্ঠে করোনাভাইরাসের স্থায়িত্ব নিয়ে এই গবেষণা করেন সিএসআইআরও’র বিজ্ঞানীরা।
সিএসআইআরও’র প্রধান গবেষক শেন রিডেল বলেন, একটি কৃত্রিম ম্যাটরিক্সে এই গবেষণাটি করা হয়, যেখানে ভাইরাসের একটি ড্রপলেট ছিলো। তা শুকিয়ে যাওয়ার পর ২০, ৩০ এবং ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় ২৮ দিন পর্যন্ত রাখা হয়। এসময়ে ভাইরাসটি বেঁচে রয়েছে কি-না নিয়মিত নমুনা পরীক্ষা করে তা পর্যবেক্ষণ করা হয় এবং তারা দেখতে পান, এমন পরিবেশে কাঁচ, প্লাস্টিক এবং ধাতব পৃষ্ঠে ২৮ দিন পর্যন্ত এবং একই পরিবেশে কাপড়ে ১৪ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে করোনাভাইরাস।