সারা দেশে ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে টানা অষ্টম দিনের মতো রাজধানীর শাহবাগে আজও ধর্ষণবিরোধী বিক্ষোভ চলছে। সোমবার (১২ অক্টবর) বিকাল ৫টা থেকে শুরু হওয়া সাংস্কৃতিক সমাবেশে অংশ নেয়া বিক্ষোভকারীদের বেশির ভাগই বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতা-কর্মী।
বিক্ষোভকারীরা নাটক, কবিতা আবৃতি ও গানের মাধ্যমে কঠোর আইন করে ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। সেই সাথে ধর্ষণের ঘটনা রোধে ‘ব্যর্থ’ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।
তারা ১৩ অক্টোবর চলচ্চিত্র উৎসব, ১৪ অক্টোবর নারী সমাবেশ ও ১৫ অক্টোবর সারা ঢাকায় ধর্ষণবিরোধী সাইকেল র্যালি করার ঘোষণা দিয়েছেন।
গত ২ সেপ্টেম্বর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এক গৃহবধূর শ্লীলতাহানির ঘটনার ভিডিও চিত্র ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার পর ধর্ষণবিরোধী বিক্ষোভে সারা দেশ উত্তাল হয়ে ওঠে।