সাধে কি আর তাকে ক্লে কোর্টের রাজা বলা হয়। ক্যারিয়ারে ২০টি গ্রান্ড স্লামের ১৩টিই লাল মাটিতে জিতেছেন রাফায়েল নাদাল। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নম্বর ওয়ান নোভাক জকোভিচকে ৬-০, ৬-২, ৭-৫ সেটে উড়িয়ে ক্যারিয়ারের ২০তম গ্রান্ড স্লাম জিতলেন এই স্প্যানিয়ার্ড।
ভাবা হচ্ছিল, নাদাল ও জকোভিচের লড়াইটা দারুণ হবে। তবে ক্লে কোর্টে কেন তিনি অন্য সবার চেয়ে আলাদা সেটা প্রমাণ করতে নাদালের লাগলো আড়াই ঘন্টার অল্প বেশি। প্রথম দুই সেটে জকোভিচকে স্রেফ উড়িয়ে দিয়েছেন তিনি। ক্লে কোর্টে নাদালের ছিল এটি ১০০তম ম্যাচ।
কিছু বুঝে ওঠার আগেই প্রথম সেটটা ৬-০ জিতে নেন নাদাল। সময় নেন মাত্র ৪৫ মিনিট। নাদালের সামনে জকোভিচ যেন অসহায়ভাবে আত্মসমর্পণ করে গেলেন। দ্বিতীয় সেটেও ছিল নাদালের প্রাধান্য। ৬-২ ব্যবধানে সেটটা জিতেন নাদাল। তৃতীয় সেটে লড়াইয়ের আভাস দিচ্ছিলেন জকোভিচ তবে ততোক্ষণে অনেক দেরি হয়ে গেছে।
নাদালের ২০তম গ্রান্ড স্লাম জয়ের দিন তাকে অভিনন্দন জানিয়েছেন রজার ফেদেরার। ফেড এক্সপ্রেস তার টুইটারে লিখেছেন, ‘আশা করছি তুমি কেবল ২০ এ থেমে থাকবে না। প্রাপ্তিটা তোমার প্রাপ্য।’