ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে সারাদেশে ঝড় বাইছে। ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। রাজধানীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হচ্ছে প্রতিদিন।
আজ শুক্রবারও (৯ সেপ্টেম্বর) শাহবাগে মহাসমাবেশ শুরু হয়েছে। এতে ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ দাবি করা হয়।
বিকেলে পৌনে ৪টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ শুরু হয়। মহাসমাবেশে বাম ধারার ছাত্র সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত হন। এতে করে জাদুঘরের সামনের রাস্তা জনাকীর্ণ হয়ে ওঠে।
মহাসমাবেশের শুরুতেই মিছিল, বক্তব্য, গান, কবিতা ও স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও অনেকে এতে যোগ দিতে এসেছেন।
পরে সন্ধ্যায় এ সময় তাদের নানা স্লোগান সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে সমাবেশে আসতে দেখা গেছে।
বৃহস্পতিবারও (৮ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে চতুর্থদিনের মতো ধর্ষণবিরোধী বিক্ষোভ হয়েছে। বিভিন্ন এলাকায় প্রতিবাদী স্লোগান আর প্ল্যাকার্ডে ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়েছে শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের নানা পেশার মানুষ।
এদিন রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর ১০, মিরপুর ১৪, উত্তরা, বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে, শাহবাগ এবং ধানমন্ডি ২৭ নম্বরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ কর্মসূচি থেকে প্রতিদিন ‘একাত্তরের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘প্রতিরোধের আগুন বুকে, ধর্ষকদের দাঁড়াও রুখে’, ‘পাড়া-মহল্লা থেকে ধর্ষকদের বয়কট কর, বয়কট কর’ ইত্যাদি স্লোগানে প্রতিবাদ জানান তারা।
এসময় আন্দোলনকারীদের অনেকের মুখের মাস্কে ‘স্টপ রেপ’ লিখে প্রতিবাদ করতে দেখা যায়।