বিশ্বকাপ বাছাইপর্বে লিওনেল মেসির একমাত্র গোলে প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। ইকুয়েডরকে ১-০ গোলে হারায় স্কালোনির শিষ্যরা।
ম্যাচের ১৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন মেসি।
শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ঘরের মাঠ স্তাদিও আলবার্তো হোসে আরমান্দো স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা।
খেলার ১১তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস ওক্যাম্পাসোকে প্রতিপক্ষের ডিফেন্ডার পারভিস এস্তুপিনান ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।
সেখান থেকেই ১৩তম মিনিটে গোল করে আলবিসেলেস্তাদের এগিয়ে নেন অধিনায়ক মেসি।
ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়াতে পারতো আর্জেন্টিনা। তবে মেসির থেকে পাওয়া বল গোলমুখের একেবারে কাছ থেকেও শট নিয়ে বঞ্চিত হন ওক্যাম্পাসো। সেভিয়া তারকার জোরালো শটটি রুখে দেন ইকুয়েডর গোলরক্ষক আলেক্সান্দার দোমিঙ্গেস।
এরপর আরও কয়েকটি সুযোগ পেলেও গোল আদায় করে নিতে পারেনি মেসি বাহিনী। এতে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।