১১ অক্টোবর জাতিসংঘ ঘোষিত কন্যাশিশু দিবস। দিবসটি উপলক্ষে জাতিসংঘভুক্ত দেশগুলো বিশেষ কর্মসূচী গ্রহণ করে। তবে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী যা করলেন তা হয়তো অন্য দেশগুলির জন্য উদাহরণই হয়ে থাকলো। একদিনের জন্য নিজেকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে রাখলেন সান্না মারিন। ১৬ বছরের এক কিশোরীকে তার স্থলাভিষিক্ত করলেন তিনি। নারী অধিকার রক্ষা প্রচার অভিযান সকলের সামনে তুলে ধরতেই এই পদক্ষেপ নেওয়া হয়।
একদিনের জন্য প্রধানমন্ত্রিত্ব পাওয়া কিশোরীর নাম আভা মুরতো। তিনি দক্ষিণ ফিনল্যান্ডের ভাস্কাইয়ের বাসিন্দা। বয়সে ছোট হলেও আভা পরিবেশ এবং মানবাধিকার নিয়ে কাজ করছেন। একদিনের সরকার প্রধানের দায়িত্ব পেয়ে ভালোভাবে সেই দায়িত্ব পালনও করেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে তিনি ফিনিশ রাজনীতিবিদদের সাথে বৈঠক করেন। বিশেষভাবে প্রযুক্তিখাতে নারীদের অধিকার নিয়ে আলাপ-আলোচনা করেন।
প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাতে গিয়ে দেশের আইন ও সামাজিক অবস্থা সম্পর্কে অনেক নতুন কিছু শিখেছেন। তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মেয়েরাও কোনো অংশে কম নয়, তা আমাদের বুঝতে হবে বলে। সময়ের আগে চলতে হলে প্রযুক্তির সঠিক ব্যবহারও রপ্ত করতে জানতে হবে।’ তিনি আরো বলেন, ‘ আমরা এখনও লিঙ্গ-সমতা অর্জন করতে পারিনি। বিশ্বের কোথাও এটা হতে পারেনি। এক্ষেত্রে আমাদের অনেক অগ্রগতি হয়েছে ঠিকই, কিন্তু এখনও আরও অনেক কাজ বাকি রয়ে গেছে।”