লেবাননে একটি বহুতল ভবন থেকে পড়ে মো. তফসির নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) দুপুরে বৈরুতের বিয়েলে এই দুর্ঘটনা ঘটে। তার মরদেহটি আলাই শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা আছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তফসির এখানে একটি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কাজ করতেন। প্রতিদিনের মতো সোমবার বিয়েল শহরের একটি উঁচু ভবনে কাজ সময় ওপর থেকে নিচে পড়ে যান। এতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত তফসিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামে। তার বাবার নাম নসর মিয়া। তাফসিরের অকাল মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।