নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি করে ভিডিও ধারণের পর স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ার অভিযোগে স্থানীয় ইউপি সদস্যসহ আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য সোহাগ ও একই ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের নোয়াব আলী ব্যাপারী বাড়ির লোকমান মিয়ার ছেলে সাজু (২১)।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ছয় আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে ঘটনার মূলহোতা দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার ও মামলার প্রধান আসামি বাদলও রয়েছেন।
এর আগে, এ ঘটনায় কয়েক দফা অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশ। এরা হলেন মামলার প্রধান আসামি বাদল, দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, মো. আব্দুর রহিম ও মো. রহমত উল্যাহ (৪১)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৮ বছর আগে ভুক্তভোগী গৃহবধূর বিয়ে হয়। স্বামী দ্বিতীয় বিয়ে করে অন্যত্র বসবাস করছিলেন। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না।
গত ২ সেপ্টেম্বর রাতে স্বামী তার সঙ্গে দেখা করতে আসেন। স্থানীয় দেলোয়ার বিষয়টি জানতে পেরে এলাকার রহিম, বাদল, কালামসহ অন্য সহযোগীদের নিয়ে গৃহবধূর বাড়িতে যান। সেখানে তারা স্বামীসহ ওই গৃহবধূ অনৈতিক কাজ করেছেন বলে অভিযোগ এনে নির্যাতন চালান।
গৃহবধূকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন তাঁরা। দেলোয়ারের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ রয়েছে।