কক্সবাজারে রোহিঙ্গা শিবির হিসেবে পরিচিত কুতুপালং ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় জড়িত ৯ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল ক্যাম্পের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় রোহিঙ্গাদের কাছ থেকে চারটি অস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব জানায়, সংঘর্ষে জড়িতদের বেশ কয়েকজন চাকমারকূল ক্যাম্পে অবস্থান করছে এমন তথ্যে অভিযান চালায় তারা। এ সময় তাদের কাছ থেকে ৪টি দেশীয় অস্ত্র, ২০টি গুলি উদ্ধার করা হয়।
এর আগে, রবিবার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে তিন রোহিঙ্গা নিহত ও সাতজন আহত হন। জিজ্ঞাসাবাদ করে সংঘর্ষে জড়িত অন্যদের আটকের অভিযান চালাচ্ছে র্যাব।