রাত ২:৩০ শুক্রবার ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ৩রা জিলহজ, ১৪৪৬ হিজরি

হোম দেশ অ্যাম্বুলেন্সে কাফনের কাপড় মোড়ানো চার বস্তা ফেন্সিডিল!

অ্যাম্বুলেন্সে কাফনের কাপড় মোড়ানো চার বস্তা ফেন্সিডিল!

লিখেছেন dipok dip
Spread the love

সাধারণ মানুষ থেকে শুরু করে ট্রাফিক বিভাগসহ সর্বক্ষেত্রেই অগ্রাধিকার পায় অ্যাম্বুলেন্স সেবায় নিয়োজিত পরিবহন। কারণ তারা মরদেহ বহন করা থেকে চিকিৎসা সেবা পাইয়ে দেয়া পর্যন্ত।

 

কিন্তু এবার এমনই বিষয়কে মাথায় রেখে ফেনসিডিলের বস্তাকে কাফনের কাপড় মুড়িয়ে লাশ সাজিয়ে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে এসেছিল মাদক চোরাচালান চক্র। অবশেষ হাতেনাতে ধরা পড়লো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে। মাদক কারবারিদের এমন কৌশলে হতভম্ব হয়েছে আইন প্রয়োগকারী সংস্থা। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে সাত দিনই পেয়েছে ডিবি।

আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে তাদের রিমান্ড মঞ্জুর করেন মুখ্য মহানগর হাকিম আদালত।

গতকাল রোববার (৪ অক্টোবর) মরদেহের আদলে কাফনের কাপড় মোড়ানো এমন ৪টি ফেনসিডিলের চালান জব্দ করা হয়। ওই সময়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ডিএমপি’র গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগ। শাহবাগ থানার গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে ২ হাজার বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন- মাহাবুবুল হাসান (২৯), হাসানুর রহমান সবুজ (২২), মো. সোহেল মিয়া ওরফে এমিলে (২৫) ও রোমান (২৩)। এছাড়াও আরও ২ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। মাদক পাচারে চক্রটির এমন কৌশল পুলিশকেও নতুন করে ভাবিয়ে তুলছে।

আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান আরটিভি নিউজকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের অনুমতি দিয়েছেন আদালত। এখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যাবে আরও কারা কারা এই অপরাধে জড়িত।

ডিসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, এই চক্রটি বাংলাদেশের অন্যতম মাদক চোরাচালান চক্র। যারা দেশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় বড় চালান ঢাকাসহ দেশে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেয়।

দেশে যদি একবার মাদক ঢুকে যায় তবে সেগুলো তন্ন তন্ন করে খুঁজে বের করা খুবই কষ্টকর। চক্রটি উল্লেখযোগ্যভাবে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, চুয়াডাঙ্গাসহ বিভিন্ন স্থান থেকে মাদক নিয়ে আসে। অ্যাম্বুলেন্সে করে চক্রটি অনেকবারই মাদকের চালান ঢাকায় নিয়ে এসেছিল।

আমাদের কাছে তথ্য ছিল কয়েকজন মাদক ব্যবসায়ী কৌশল হিসেবে লাশবাহী অ্যাম্বুলেন্সের ভেতরে সাদা কাপড়ে মোড়ানো লাশের আদলে ফেনসিডিল বহন করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে একটি কালো রঙের মাইক্রোবাসে যাত্রী সেজে লাশবাহী গাড়ির পেছনে আসছে।

ওই খবরের ভিত্তিতে রোববার দুপুরের দিকে শাহবাগ থানার গণপূর্ত স্টাফ কোয়ার্টারের সামনে অভিযান চালানো হয়। এ সময় লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স তল্লাশি করে সাদা কাফনের কাপড়ে মোড়ানো ২ হাজার বোতল ফেনসিডিল ভর্তি বস্তা উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মাদক আইনের ধারায় মামলা করা হয়েছে।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More