পাঁচ মৌসুম পর স্প্যানিশ ফুটবল লিগে সেল্টা ভিগোকে ৩-০ গোলে হারিয়েছে কাতালান জায়ান্ট বার্সেলোনা। দলের হয়ে গোল করেছেন আনসু ফাতি ও সের্হি রবের্তো। অপর গোল হয়েছে আত্মঘাতী।
ম্যাচের ১১ মিনিটে গোলের দেখা পায় কাতালান ক্লাবটি। ফিলিপে কৌতিনিয়োর পাস থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের বাম দিক দিয়ে অল্প জায়গার মধ্যে দিয়ে ডান পায়ের দারুণ শটে বল জালে পাঠান ফাতি।
১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বার্সা। তবে ঘরের মাঠে বার্সাকে একদমই ছেড়ে কথা বলেনি সেল্টা। বারবার আক্রমণ করলেও শেষ কাজ অর্থাৎ গোল আর করতে পারেনি তারা।
এরই মাঝে ৪২ মিনিটের সময় লালকার্ড দেখেন ক্লেমেন্ত লংলে। তাকে লালকার্ড দেখানোর প্রতিবাদ করায় হলুদ কার্ড দেখানো হয় জেরার্ড পিকে। লংলে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় কাতালান ক্লাবটি।
১০ জনের দল নিয়েও বিরতির পর আক্রমণে ধার বাড়িয়ে সেল্টার ওপর চাপ সৃষ্টি করে বার্সা। ফলাফলও আসে দ্রুত। ৫১ মিনিটে ব্যবধান বাড়ায় বার্সেলোনা।
বল পেয়ে পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে ঢুকে গোল মুখে সতীর্থের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন মেসি। তার পাস ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান সেল্তার ডিফেন্ডার লুকাস ওলাজা। ২-০ গোলে এগিয়ে যায় বার্সা।
সেল্টার দুর্গে একের পর এক আক্রমণ চালাতে থাকে বার্সা। ৫৯ মিনিটে কৌতিনিয়োর জোড়ালো শট ফিরিয়ে দেনে সেল্তার গোলরক্ষক। পরে মিনিটেই কৌতিনিয়োর আরও একটি শট গোলবারে লেগে ফিরে আসে।
৭৩ মিনিটে ব্যবধান কমানোর দারুণ এক সুযোগ পেয়েছিল সেল্টা। ১০ জনের বার্সার ওপর চড়াও হয়ে খেলতে থাকে সেল্তা। কিন্তু গোল আদায় করতে পারছিল না কোনোভাবে।
উল্টো ম্যাচের ইনজুরি সময়ে গোল হজম করে সেল্টা। মেসির শট সেল্টা গোলরক্ষকের গায়ে লেগে রবের্তোর কাছে আসলে বল জালে পাঠান তিনি। ৩-০ গোলে জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।