স্প্যানিশ লা লিগায় টানা দ্বিতীয় জয় পেয়েছে বার্সেলোনা। গত রাতে কাতালানরা তিন গোল দিয়েছে সেলতা ভিগোর জালে।
গত পাঁচ বছরে তাদের মাঠে জিততে পারেনি কাতালানরা।
তবে, এদিন শুরুতেই ওদের নির্ভার করেন ১৭ বছর বয়সী আনসু ফাতি। বডি ডজে সেলতা ডিফেন্সকে বোকা বানিয়ে বার্সাকে লিড দেন স্প্যানিশ ফরওয়ার্ড। ফার্স্টহাফের একেবারে শেষদিকে ল্যাংলেটের লাল কার্ডে দশজনের দল হয়ে পড়লেও বিপদ বাড়েনি বার্সেলোনার।
সেকেন্ড হাফের শুরুতেই ওলাজার ঔনের গোলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ২-০ তে। আর ম্যাচের ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে সার্জি রবের্তোর নিশানাবাজিতে তিন গোলের জয়ে তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফেরে বার্সেলোনা।