আব্দুর রহিম, ঝিনাইদহ প্রতিনিধি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলার রূপকার যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বাস্তব সম্মত “মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার”এই শ্লোগানের বাস্তব প্রতিফলন ঘটানোর লক্ষ্যে চলতি অর্থ বছর এলজিইডি মাসব্যাপী রক্ষণাবেক্ষণ মাস উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশ মুখ্যত একটি গ্রাম প্রধান দেশ।
দেশের অর্থনীতির সাথে গ্রামীণ যোগাযোগ সরাসরি সম্পৃক্ত। সারা দেশে এলজিইডি‘র আওতাভুক্ত বিভিন্ন শ্রেণীর মোট ৩ লক্ষ ৫৩ হাজার ৩৫২ কিলোমিটার গ্রামীণ সড়ক আছে। বর্তমানে সর্বমোট প্রায় ১ লক্ষ ২৮ হাজার ৫২৮ কিলোমিটার পাকা সড়ক রয়েছে।
এ-সকল সড়ক প্রধানত গ্রোথসেন্টার ও বাজার, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, খামার, আর্থিক, শিক্ষা, সামাজিক ও কল্যাণমূলক প্রতিষ্ঠান এবং পল্লি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহে যাতায়াত সুগম করেছে, যার ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি পণ্য বাজারজাতকরণ সুবিধা, খামার পর্যায়ে কৃষি উপকরণ সহজলভ্য করণে সম্ভব হয়েছে।
এছাড়াও স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনিক সেবা সাধারণ প্রান্তিক পল্লি জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌছাতে অসামান্য অবদান রেখেছে। যেহেতু দেশের জনসংখ্যার প্রায় ৭৫ শতাংশই পল্লি এলাকায় বাস করে সেহেতু দেশের অধিকাংশ জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের সার্বিক অর্থনীতি বিকাশে বিশেষ অবদান রাখছে।
গ্রামীণ সড়ক নেটওয়ার্ক দেশের বর্তমান অগ্রসারমান অর্থনীতিকে আরও বেগবান করার লক্ষ্যে ইতিমধ্যে উন্নয়নকৃত গ্রামীণ এ পাকা সড়ক-নেটওয়ার্ক গুলো যথাযথভাবে সময়োচিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে নির্মিত অবকাঠামো স্থায়িত্বকাল বৃদ্ধি, দুর্ঘটনার মাত্রা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাসকরণ সহ যানবাহনের পরিচালনা ব্যয় হ্রাস করে এযাবৎ গ্রামীণ সড়ক নেটওয়ার্কে বিনিয়োগের অর্জিত সুফল বজায় রাখা অত্যন্ত জরুরি।
জনাব মোঃ মনোয়ার উদ্দিন, নির্বাহী প্রকৌশলী এলজিইডি ঝিনাইদহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুতিবর রহমানের ১০০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে “মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার”এই শ্লোগানের বাস্তব প্রতিফলন ঘটানোর লক্ষ্যে সারা দেশের ন্যয় ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় ১লা অক্টোবর থেকে আনুষ্ঠানিক ভাবে সড়ক রক্ষণাবেক্ষণ এর কাজ শুরু করা হয়েছে, যা বছরব্যাপী চলমান থাকবে।
২০২০-২০২১ অর্থবছরে প্রায় ২০০ কিঃমিঃ সড়ক রক্ষণাবেক্ষণ করা হবে। ইতিমধ্যে প্রায় ২০ কিঃমিঃ সড়ক রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এছাড়া গ্রামীণ অতিদরিদ্র ও ঈড়ারফ-১৯ এ সৃষ্ট বেকারত্ব নিরসনের লক্ষ্যে সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণের সমঘন কাজে স্থানীয় ভাবে ১২৭ জন (দুঃস্থ মহিলা কর্মী) নিয়োগ করে বছরব্যাপী সড়ক সংস্কার কর্মসূচীতে গতিশীলতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।