ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে বান্ধবীর বাসার গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সেইসাথে, সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর), ঢাকা মহানগর হাকিম আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। অন্যদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল জামিনের আবেদন নামঞ্জুর করে সবুজের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবা। এ ঘটনায় অভিযুক্ত সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরকেও গ্রেপ্তার করে পুলিশ। মামলায় বিবি ফাতেমাকে ধর্ষণে সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
গত বুধবার রাতে গোপালগঞ্জের কাশিয়ানীর সবুজ আল সাহবার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় ভিকটিম তরুণী নিজেই বাদী হয়ে মামলাটি করেন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাজিরুর রহমান জানান, বাদী মামলায় অভিযোগ করেছেন গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর ৬০ ফিট এলাকায় নিজ বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন সবুজ।
এদিকে, বুধবার ছাত্রলীগের এই নেতা তার বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে নিজস্ব ফেসবুক ওয়ালে লিখেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি কুচক্রী মহল নানাভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করছে।