ভিডিও কলে প্রবাসী স্ত্রীকে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের ছাতকে। নিহত ব্যক্তির নাম সেলিম মিয়া (৪০)। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে।
মঙ্গলবার সকালে ছাতক পৌরসভার আপন হোটেলের দ্বিতীয়তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পেশায় সিএনজিচালক সেলিম মিয়া ছাতক পৌরসভার আপন হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ ভাড়া নিয়ে তিন মাস ধরে বসবাস করছিলেন। তার স্ত্রী ছামছিয়া বেগম দুই বছর ধরে সৌদি আরবে গৃহকর্মীর কাজ করেন।
গতকাল সোমবার রাতে স্ত্রীর ওপর অভিমান করে তাকে ভিডিও কলে রেখেই ফ্যানের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দেন তিনি। এ সময় ভিডিও কলে ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।