সকাল ৬:০৮ বৃহস্পতিবার ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ ২রা জিলহজ, ১৪৪৬ হিজরি

হোম দেশ গরিবের চাল পাচারকালে আটক ৩

গরিবের চাল পাচারকালে আটক ৩

লিখেছেন kajol khan
rice_durantobd
Spread the love

 

সিরাজগঞ্জে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ন্যায্যমূল্যের ১৩৪ বস্তা (৮ টন) চাল পাচারের সময় ৩ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে শাহজাদপুর উপজেলার কৈজুরী বাজার থেকে এসব চালসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উল্লাপাড়া উপজেলার পাড় সোনতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে ট্রাকচালক রুবেল (৩০), একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে হেলপার আলম (৩৬) এবং উপজেলার নাগ রৌহা গ্রামের কামরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪৫)।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ জানান, রোববার ভোরে কৈজুরী বাজার থেকে ১০ টাকা কেজি দরের ১৩৪ বস্তায় ৮ মেট্রিক টন চাল পাচারের জন্য পশ্চিম পাশের বাঁধে ট্রাকে ওঠানো হচ্ছিল। এ সময় এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে অবহিত করে।

পুলিশ অভিযান চালিয়ে গাড়ির চালক, হেলপারসহ ৩ জনকে ট্রাকভর্তি চালসহ আটক করে। পরে তা থানায় নিয়ে যাওয়া হয়। ট্রাকভর্তি চালসহ তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, কৈজুরী বাজার থেকে ডিলারদের এই চাল ১২ হাজার টাকা ভাড়া মিটিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল উল্লাপাড়ার দিকে। উল্লাপাড়ার ব্যবসায়ী মনির তা ক্রয় করেছিলেন।
এলাকাবাসী অভিযোগ করেছে, চালগুলো চেয়ারম্যান সাইফুল ইসলামের সহযোগী ডিলার পেশকার আলী, আব্দুল হাই প্রামানিক, আজম আলী ও আব্দুর রশিদের।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More