হানিমুনে গিয়ে স্বামীর বিরুদ্ধে রীতিমত যৌন হয়রানির অভিযোগ আনেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে। এরপরপরই গোয়া পুলিশ গ্রেফতার করে তার স্বামী স্যাম বম্বেকে। জামিন পেলেও মামলার খাঁড়া স্যামের মাথার ওপর ঝুলছে।
এক সাক্ষাৎকারে পুনম জানান, সম্পর্কের শুরু থেকেই অত্যাচার করতেন স্যাম। বিয়ে করলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে এমনটা ভেবেই ১১ সেপ্টেম্বর বিয়ে করি। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয় গোয়ায় হানিমুনে যাওয়ার পর। ২৩ সেপ্টেম্বর রাতে অত্যাচার চরমে পৌঁছায়।
পুনমের দাবি, তিনি পুলিশকে ডাকেননি। হোটেলে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে কর্মীরাই গোয়া পুলিশকে খবর দিয়েছিলেন। স্যাম নাকি নৃশংসভাবে তাকে মারধর করছিলেন। পুনমের মুখের একপাশ ফুলে গিয়েছিল।
পরে মেডিকেল পরীক্ষার পর পুনম জানতে পারেন স্যামের মারের চোটে তার ব্রেন হেমারেজ হয়ে গেছে। আপাতত ঠিক আছেন বলেই জানিয়েছেন পুনম। কিন্তু তিনি এই স্বল্প সময়ের বিবাহিত জীবন থেকে মুক্তি চান।
শোনা যায়, অর্থ এবং সম্পত্তির লোভে পুনম স্যাম বম্বেকে বিয়ে করেন। এমন খবরে ব্যথিত পুনম। জানান, আমি নন বরং স্যাম আমার ভিডিও বেঁচে আয় করে। এখন আমার কাছে অভিযোগ ফিরিয়ে নেওয়ার জন্য কান্নাকাটিও করছে।