‘এমএসএন’ ত্রয়ীর অন্যতম সেনানী ছিলেন লুইস সুয়ারেজ। বিশ্বের বড় বড় ক্লাবের ডিফেন্ডারদের ঘুম হারাম করে ছেড়েছিল মেসি-সুয়ারেজ-নেইমার সমন্বয়ে গঠিত এমএসএন। নেইমার তো বার্সেলোনা ছেড়েছেন অনেক আগেই। মেসি ও সুয়ারেজ মিলে বার্সার আক্রমণ সামলাচ্ছিলেন। তবে এবার একা হয়ে পড়লেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন সুয়ারেজ।
বার্সেলোনা হয়ে তৃতীয় সবোর্চ্চে গোলদাতাকে একপ্রকারে ছুড়েই ফেলেছে ক্লাবটি। কাতালান ক্লাবটির এমন সিদ্ধান্ত মানতে পারেননি বলেই স্পেন ছাড়তে চেয়েছিলেন মেসি। সুয়ারেজের বিদায়ে বার্সাকে আবার ধুয়ে দিলেন তিনি। সাবেক সতীর্থের সম্মানে ইনস্টাগ্রামে মেসি নিজের ক্লাবকে একহাত নিয়েছেন।
সুয়ারেজ অ্যাথলেটিকো মাদ্রিদে যাওয়ার পর নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, তোমার সঙ্গে মাঠে ও মাঠের প্রতিদিন সময় কাটাতে না পারাটা খুব কঠিন হবে। তোমাকে খুব মিস করবো আমি। কত লাঞ্চ, ডিনার ও পানীয় মিস করবো আমরা। তুমি যা করেছে ঠিক তেমনই একটা বিদায় প্রাপ্য ছিল তোমার। ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হয়ে দল ও নিজের জন্য অনেক কিছু জিতেছ তুমি। এমন বিদায় তোমার প্রাপ্য নয়। সত্যি বলতে, এখন আর কোনো কিছুই আমাকে অবাক করে না। তোমাকে অন্য জার্সিতে খেলতে দেখলে খারাপ লাগবে আরও কষ্ট লাগবে তোমার বিপক্ষে খেলতে। নতুন চ্যালেঞ্জে তোমাকে শুভকামনা। ভালোবাসি তোমায়। বন্ধু, আবার দেখা হবে।