টালিউডের ‘হট গার্ল’ খ্যাত অভিনেত্রী পায়েল সরকার একের পর এক হিট ছবি উপহার দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এখন বিভিন্ন ওয়েব সিরিজে নজর কাড়ছেন। স্টানিং লুক থেকে শুরু করে ফ্ললেস বিউটি, এক কথায় সকলকে তাক লাগিয়ে দেয়। পায়েলের রূপের যাদু যেন দিন দিন বেড়েই চলেছে। এক কথায় বলতে গেলে, সেই পায়েল আর এই পায়েলের তফাৎ আকাশ পাতাল।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় পায়েল। নিজের ছবির খবর থেকে শুরু করে ফটোশ্যুট সবই পোস্ট করেন তিনি। যা মুহূর্তে নজর কাড়ে ভক্তদের। এবার তেমনই এক ফটোশ্যুটের ছবি হল মুহূর্তে ভাইরাল। গোসল শেষ করে ওঠে যেন শরীর জুড়ে উষ্ণ আবেদন। কাঁধ থেকে চুইয়ে পড়ছে পানি, হট ফটোশ্যুটে ধরা দিলেন পায়েল।
সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল। পায়েলের এ লুকে মুহূর্তে লাইকের বন্যা। নিজের স্টাইল স্টেটমেন্টে তিনি প্রতি মুহূর্তে টেক্কা দিচ্ছেন বাঘাবাঘা অভিনেত্রীদের। বর্তমানে অভিনেত্রীর হাতে একাধিক ওয়েব সিরিজের কাজ। সেই সঙ্গে রয়েছে ছবির প্রস্তাবও রয়েছে।