সারাবিশ্বে ওয়েব সিরিজের জয়জয়কার হলেও বাংলাদেশের চিত্র সম্পূর্ণ ভিন্ন। অশ্লীল রগবগে দৃশ্য নিয়ে আলোচনা আর সমালোচনার মধ্যেই আটকে আছে দেশীয় ওয়েব সিরিজ। চলতি বছরে ওয়েব সিরিজ বিতর্ক শুরু হয় গত রোজার ঈদে। ওয়েব প্ল্যাটফর্মে প্রচার হওয়া ‘আগস্ট ১৪’, ‘সদরঘাটের টাইগার’ ও ‘বুমেরাং’
শিরোনামের ওয়েব সিরিজে কিছু অশালীন ও অশোভন দৃশ্যের পাশাপাশি রয়েছে অশ্লীল ও অশ্রাব্য সংলাপ।
তারপর থেকে এ বিষয় নিয়ে সরব দেশের সাংস্কৃতিক অঙ্গন। এবার এক অভিনেত্রীর আপত্তিকে কেন্দ্র করে ফের নতুন করে আলোচনায় উঠে এলো বিষয়টি। সম্প্রতি মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিনের কাছে ওয়েবে সিরিজের প্রস্তাব নিয়ে বাসায় আসে এক পরিচালক। স্ক্রিপ্ট পড়েই ক্ষুদ্ধ হন ফারিয়া। শুধু তাই নয় স্ক্রিপ্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছেন এ লাক্স তারকা।
স্ক্রিপ্টের দুটি অংশ ফেসবুকে পোস্ট করেন ফারিয়া শাহরিন। ক্যাপশনে তিনি লিখেন, একটা ওয়েব সিরিজের অফার পেয়েছি। খুব মনোযোগ দিয়ে চিত্রনাট্য পড়ছিলাম। মনে যদিও একটা নেগেটিভ চিন্তা আগে থেকেই ছিল।
ভাবছিলাম ওয়েব সিরিজের নামে এখন যা হচ্ছে, অন্তত এটা তেমন হবে না। কিন্তু পড়তে গিয়ে দেখলাম এটা আরো অনেক বেশি নোংরা। স্ক্রিপ্টের ভাষা দেখে মাথা ঘুরছে। এই অবস্থা কেন আমাদের দেশে? ওয়েব সিরিজ মানেই কি কাপড় খুলতে হবে? নষ্টামি- নোংরামি করতে হবে। ড্রাগ, প্রস্টিটিউশন, সেক্স-এ ভরপুর চিত্রনাট্য! পুরো স্ক্রিপ্ট দেয়া সম্ভব নয় বলে, শুধু দুটো অংশ দিলাম।
তবে কোন প্রযোজক বা পরিচালক তাকে চিত্রনাট্যটি পাঠিয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি ফারিয়া। তবে বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে শোবিজে। যেখানে আদালত থেকে ওয়েব সিরিজে অশ্লীলতা ও যৌনতা প্রদর্শনের বিরুদ্ধে ঘোষণা এসেছে সেখানে এমন চিত্রনাট্য দেখে অনেকেই অবাক হয়েছেন, হতাশাও প্রকাশ করছেন।