স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি আবুল কালাম আজাদের গাড়ি চালক আব্দুল মালেককে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দিবাগত রাত তিনটার দিকে তুরাগ থানাধীন কামারপাড়ার বামনেরটেক এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার বিপুল সম্পদের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে র্যাব। রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সন্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ জানান, ঢাকায় তার ২৪টি ফ্ল্যাট রয়েছে। ধানমন্ডি, উত্তরাসহ বেশ কয়েকটি জায়গায় বিলাসবহুল ৭ তলা ও ১০তলা তিনটি বাড়ি আছে। এছাড়াও ছেলের নামে তুরাগে ডেইরি ফার্ম করেছেন কোটি টাকা দিয়ে। আর স্বাস্থ্য অধিদপ্তরে ৭ জন আত্মীয়কে বিভিন্ন পদে চাকরি দিয়েছেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রভাবশালী এ গাড়িচালকের বিরুদ্ধে দুদকেও অভিযোগ রয়েছে বলেও জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।
অষ্টম শ্রেণি পাস করা এ গাড়িচালক ১৯৮২ সালে স্বাস্থ্য প্রকল্পের চালক হিসেবে চাকরি শুরু করেন। পরে ১৯৮৬ সালে স্বাস্থ্য অধিদপ্তরের পরিবহণ পুলের চালক হিসেবে চাকরি শুরু করেন। বর্তমানে প্রেষণে স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরে কর্মরত আছেন।