বিশ্বজুড়ে চলমান করোনা সংক্রমণের কারণে এবার স্থগিত হতে পারে ২০২০ সালের ফিফা ক্লাব বিশ্বকাপ। এই ভাইরাসের প্রকোপের কারণে ইতোমধ্যে বিশ্বকাপের বাছাই পর্ব , কোপা আমেরিকা, ইউরো কাপসহ আন্তর্জাতিক ফুটবলের একাধিক ম্যাচ এবং টুর্নামেন্ট পিছিয়ে গিয়েছে।
২০০০ সাল থেকে সাতটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। চলতি বছরে ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবারের ফিফা ক্লাব বিশ্বকাপ।
কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে ডিসেম্বরে টুর্নামেন্ট করার ব্যাপারে আশঙ্কায় ফিফা। জুরিখে ফিফা কংগ্রেসে এমন সিদ্ধান্তের কথা জানান ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। সেইসাথে আগামী বছর সুবিধাজনক সময়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও করেছে ফিফা।