বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেইসাথে আহত হয়েছেন আরও অন্তত ছয় জন।
শনিবার কুন্দুজ প্রদেশের সায়েদ রামাজান গ্রামে হামলা চালায় সরকারি একটি বিমান। গ্রামটি তালিবান নিয়ন্ত্রিত হওয়ায় সেখানে হামলা চালানো হয়, তবে এতে নিহত হন বেসামরিক নাগরিক এমন তথ্য দিচ্ছে বার্তা সংস্থা এপি।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দাবি নিহতদের মধ্যে বেশিরভাগই তালেবান যোদ্ধা। এর মধ্যে কোন বেসামরিক নাগরিক আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে এই হামলার নিন্দা জানিয়েছেন তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। আফগান সরকার ও তালিবানদের মধ্যে কয়েক দশক ধরে চলা যুদ্ধের অবসানে কিছুদিন আগেই কাতারে আলোচনা শুরু হয়েছে। এমন সময়ে আবারও হামলা চালালো আফগান সরকার।