বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে উঠে পড়ে লেগেছে সিবিআই, এনসিবি ও ইডি।
ভারতীয় এই এই তিন সংস্থার তদন্তে প্রায় প্রতিদিনই বেরিয়ে আসছে নানা নতুন নতুন সব তথ্য।
এবার জানা গেল, শুধু প্রেমিকা রিয়াই নন, সুশান্তের টাকায় আমোদ-প্রমোদ করত তার পরিবারও। সুশান্তের ম্যানেজারের দাবি, শুধু রিয়া নন, তার পরিবারও সুশান্তের টাকা ওড়াত। সুশান্তের টাকায় আমোদ-প্রমোদ করত রিয়ার পরিবার। তাছাড়া রিয়ার কথাই বেশি মানতেন।
প্রয়াত এই বলিউড তারকার লোনাভোলার খামারবাড়ির ব্যবস্থাপক রঈস কিছুদিন আগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে বেশ কিছু তথ্য দিয়েছেন। তিনি জানান, সুশান্তের জীবন নিয়ন্ত্রণ করতেন রিয়া। এমনকি সুশান্তের আশপাশের মানুষেরাও রিয়া দ্বারা প্রভাবিত ছিলেন।