নিজ দেশে নারিকেলের তীব্র সংকটের কারণেই নারিকেল গাছে উঠে ভাষণ দিয়েছেন অরুন্দিকা ফার্নান্দো নামের শ্রীলঙ্কার একজন মন্ত্রী।
মূলত নারকেলের ওপর অনেকটাই নির্ভর করে শ্রীলঙ্কার অর্থনীতি। দেশটিতে নারিকেল এতটাই গুরুত্বপূর্ণ যে, ওই দেশের সরকারের নারিকেল বিষয়ক একটি মন্ত্রণালয় রয়েছে। খবর- আনন্দবাজার পত্রিকার।
অরুন্দিকা ফার্নান্দো নামের ওই মন্ত্রীর দাবি, দেশজুড়ে নারকেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সে কারণেই তিনি একটি নারকেল গাছ উঠে লোকজনকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছেন।
মন্ত্রী জানিয়েছেন, স্থানীয় শিল্প এবং গৃহস্থালির ব্যবহারের জন্য দেশজুড়ে যে পরিমাণ নারিকেলের প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না। দেশে বর্তমানে ৭০০ মিলিয়ন নারকেলের ঘাটতি রয়েছে। তবে মন্ত্রী কবে গাছে উঠে ভাষণ দিয়েছেন সেটা অবশ্য খবরে উল্লেখ করা হয়নি।
তিনি আরো বলেন, নারিকেলের উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা পূরণের পাশাপাশি তা বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। দেশের জমির প্রতিটি প্লট নারকেল চাষের জন্য ব্যবহার করতে হবে। এর মাধ্যমে দেশের অর্থনীতি গতিশীল হবে।
নারকেল মন্ত্রী অরুন্দিকা ফার্নান্দো বলেন, ‘দেশে নারিকেলের সংকট থাকলেও সরকার দাম কমানোর পরিকল্পনা করছে। তবে সরকার অতি শীঘ্রই এই সমস্যা সমাধানে সচেষ্ট।