জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৫তম জন্মদিন আজ। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি।
বঙ্গবন্ধু পরিবারের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। মায়ের নামে আদ্যক্ষরের সাথে মিল রেখে নামকরণ করা হয় তার। কনিষ্ট হওয়ায় রেহেনা বরাবরই ছিলেন জাতির পিতার অতি আদরের কন্যা। অতি আদরের ছোট ভাই রাসেলের কাছে যিনি ছিলেন ‘দেনা’ আপা।
শেখ রেহেনার যখন জন্ম বঙ্গবন্ধু তখন তুখোড় রাজনীতবিদ। বছরের বেশিরভাগ সময়ই জেলে থাকার কারণে বাবার আদর সেভাবে পাওয়া হয়নি তার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের অধিকাংশ সদস্যসহ জাতির পিতার শাহাদত বরণ করার সময় শেখ রেহেনা ছিলেন বড় বোন শেখ হাসিনার বাসা বেলজিয়ামে। বঙ্গবন্ধুর হত্যার পর রাজনৈতিক আশ্রয়ে লন্ডনেই বসবাস শুরু করেন শেখ রেহানা।
বঙ্গমাতা ফজিলাতুন্নেছার মতো শেখ রেহেনাও অতি সাধাসিধে মনের মানুষ। নেই কোনো বিলাসিতা, নেই আড়ম্বরতা। জাতির পিতার দেখানো পথে আজীবন নিজেকে মাটি ও মানুষের পাশে রেখেছেন তিনি। সোনার বাংলা গড়ার পথে বড় বোন শেখ হাসিনাকে দিয়েছেন অনুপ্রেরণা ও পরম নির্ভরতা।
সংসার জীবনে শেখ রেহেনা তিন সন্তানের গর্বিত জননী। কন্যা টিউলিপ সিদ্দিকী ববি লন্ডনের ক্যামডেন কাউন্সিলের ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির সাংসদ। ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ঢাকায় একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত। আর ছোট মেয়ে আজমিনা সিদ্দিক লন্ডনে কন্ট্রোল রিস্কস নামে একটি প্রতিষ্ঠানের গ্লোবাল রিস্ক অ্যানালাইসিস সম্পাদক।