জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে বৃটিশ পার্লামেন্টের বাইরে বিক্ষোভ করেছেন অর্ধনগ্ন নারীরা। এ সময় তাদের পরণে ছিল শুধু একটি ট্রাউজার। মুখে ছিল একটি মাস্ক পরা। ‘এক্সটিংশন রিবেলিয়ন’ এর ব্যানারে তারা সমবেত হয়েছিলেন। তাতে ইংরেজিতে লেখা ছিল ‘ফোর সি’। এটা দিয়ে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কি কি সমস্যা দেখা দেবে সে বিষয়ে ইঙ্গিত করা হয়।
নিউজহাব এর খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে বৃটিশ হাউজ অব পার্লামেন্টের বাইরে এসব নারী সমবেত হয়েছিলেন। তারা যে ব্যানার বহন করছিলেন তাতে লেখা ছিল ‘ক্যান্ট বিয়ার দ্য ট্রুথ?’ এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সত্য অবমুক্ত করার আহ্বান জানানো হয়। এতে যোগ দেয়া কিছু নারী বাইসাইকেলের ডি-লক ব্যবহার করেন তাদের গলায়। আর বুকে রং দিয়ে সতর্কতা লিখেছিলেন।
তাতে বলা হয়েছিল জলবায়ু পরিবর্তনের ফলে যুদ্ধ দেখা দিতে পারে। ঘটবে খরা, অনাহারীর সংখ্যা বাড়বে। বিলুপ্তির দিকে যাবে বন্যপ্রাণিদের জীবন। ঘটবে সহিংসতা, দুর্ভিক্ষ। বিক্ষোভের পরে এক্সআর তাদের টুইটে লিখেছে, আমরা #ক্লাইমেট ইমার্জেন্সির পক্ষে। এই সময়ের শিশুদের সামনে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার মুখোমুখি। ৪ সি অর্থ হলো লাখ লাখ মানুষের মৃতু। # আমরা বাঁচতে চাই।