বার্সেলোনার প্রতি মেসির ভালোবাসা ও দায়িত্ববোধ প্রশ্নাতীত। কয়েকদিন আগে ক্লাব ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠলেও নতুন মৌসুমে আবার আগের সেই মেসিকেই পাচ্ছেন বার্সোলানার সমর্থকরা। সোমবার সবার আগে অনুশীলনে পৌঁছান তিনি। এমনকি অনুশীলনে অন্যদের চেয়ে সময়ও বেশি দিয়েছেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো।
চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পরই বার্সেলোনা ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেন লিওনেল মেসি। এবার ঢাকঢোল বাজিয়েই কতৃপক্ষকে নিজের মনে কথা ব্যক্ত করেন তিনি। এরপরই শুরু হয় মেসি-বার্সা বিরোধ। মেসি ফ্রি ট্রান্সফার চাইলেও বার্সা তাকে ৭০০ মিলিয়ন ইউরোর কমে ছাড়তে নারাজ। শেষ পর্যন্ত এই লড়াইয়ে হার মানতে হয় মেসিকে। আরেকটা মৌসুম কাতালান ক্লাবটিতে থেকে পাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
নতুন মৌসুম শুরু হতে আর বেশিদিন বাকি নেই। তাই বেশ কয়েকদিন আগেই অনুশীলন শুরু দিয়েছে বার্সেলোনা। তবে ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার অনুশীলনে যোগ দেননি মেসি। বার্সায় থাকার নতুন ঘোষণা দেওয়ার পর রোববার করোনা টেস্টের নমুনা দিয়েছেন তিনি। ফলাফল হাতে পাওয়ার পর সোমবারই দলের সাথে অনুশীলনে যোগ দিলেন মেসি।
মেসিকে অনুশীলনে স্বাগত জানিয়েছেন কোচ রোনাল্ড কোম্যান। সান্ট হুয়ান ডেসপিতে মেসির সাথে অনুশীলনের ছবিও তুলেছেন কোচ।