কুড়িগ্রামের উলিপুরে উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক প্রতিবেশীকে কুপিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরদার পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। আহত ইয়াছিন আলী সরকার (২০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, পৌরসভার সরদার পাড়া গ্রামের নুর ইসলাম সরদারের ছেলে ইয়াছিন আলী সরকারের সঙ্গে প্রতিবেশী আনারুল হকের ছেলে লিমন মিয়ার (২৩) পূর্ব থেকে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
এতে ইয়াছিন আলী সরকারসহ তার পরিবারের উপর দীর্ঘদিন থেকে লিমন মিয়া মারধর ও হামলা করার পায়তারা করে আসছিলো।
এরই জের ধরে লিমন মিয়া শনিবার সন্ধ্যায় কয়েকজনকে সঙ্গে নিয়ে ইয়াছিন আলী সরকারের বাড়ির সামনে তাকে একা পেয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে লিমন মিয়া তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকে।
এতে ইয়াছিন আলীর বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ইয়াছিন।
আরও পড়ুন: পাবজি না খেলতে পেরে আত্মহত্যা!
এ ঘটনায় ইয়াছিনের বাবা নুর ইসলাম সরদার লিমন মিয়াসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাঈদুল ইসলাম জানান, আহত ইয়াছিন আলী চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখন ভালো।
উলিপুর থানার ওসি (তদন্ত) রুহুল আমীন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।।