কুড়িগ্রামে সদর উপজেলায় নিখোঁজ দুই বাক প্রতিবন্ধী সহোদরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ভোরে বাড়ির পাশের চেয়ারম্যান বাড়ির পুকুরে ভেসে উঠে দুই ভাইয়ের মৃতদেহ। তারা হলো- মাউন (৭) ও মারুফ (১০)
উপজেলার মোঘলবাসা ইউনিয়নের ইউনিয়নের চেয়ারম্যান নুর জামাল বাবলু এ তথ্য জানিয়েছেন।
চেয়ারম্যান জানান, ধারণা করা হচ্ছে, প্রতিদিনের ন্যায় গতকাল সোমবার দুপুরে বাক প্রতিবন্ধী দুই ভাই মাউন ও মারুফ পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। সে সময় পুকুরে কেউ না থাকায় হয়-তো তাদেরকে খেয়াল করতে পারেনি। মঙ্গলবার ভোরে পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী তাদের লাশ উদ্ধার করে।
পারিবারিকভাবে তাদের লাশ দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান চেয়ারম্যান।
এর আগে, সোমবার (৩১ আগস্ট) দুপুর থেকে নিখোঁজ হন দুই বাক প্রতিবন্ধী সহোদর মাউন (৭) ও মারুফ (১০)। শুরু হয় মা মর্জিনার আর্তনাদ। ভবঘুরে বাবা বেলাল হোসেনের এই দুই ছেলে নিখোঁজ হলে এলাকায় তোলপাড় তৈরি হয়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে শেষে মাইকিং করে এলাকাবাসী। কিন্তু কিছুতেই খোঁজ মেলেনা দুই ভাইয়ের। আজ ভোরে বাড়ির পাশের চেয়ারম্যান বাড়ির পুকুরে ভেসে ওঠে দুই ভাইয়ের মৃতদেহ।